Web bengali.cri.cn   
প্রতিবন্ধীতা কোনো রোগ নয় : সায়মা ওয়াজেদ
  2015-12-23 10:55:05  cri
ডিসেম্বর ২৩ : প্রতিবন্ধী শিশুদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করে মানবসম্পদে পরিণত করতে সংসদ সদস্যসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশস্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ।

মঙ্গলবার বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি আয়োজিত 'স্নায়ু বিকাশজনিত সমস্যা' বিষয়ক কর্মশালায় তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সায়মা ওয়াজেদ।

সভাপতির বক্তব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন,সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিবন্ধীদের প্রতি দায়িত্ব পালনে সকলকে আরো সচেষ্ট হতে হবে। তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ আমাদের সকলের দায়িত্ব।

মূল প্রবন্ধে সায়মা ওয়াজেদ হোসেন বলেন,মস্তিষ্কের স্বাভাবিক বৃদ্ধিতে কোনো সমস্যা হলে প্রতিবন্ধিতা সৃষ্টি হয়। তবে এটি কোনো রোগ নয়। প্রতিবন্ধিতা সমস্যা দূরীকরণে যথাসম্ভব কম বয়স থেকেই শিশুর যত্ন নেওয়া প্রয়োজন। কেননা একটি শিশুর মস্তিষ্কের বৃদ্ধি ঘটে সাত বছর বয়স পর্যন্ত। এ ধরনের শিশুদের কাউন্সেলিং,থেরাপি ও সময়মতো প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা জরুরি। এ বিষয়ে বাবা-মাকে সচেতন থাকতে হবে। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040