Web bengali.cri.cn   
বাংলাদেশে নির্বাচনী এলাকায় ২৪ ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে
  2015-12-23 10:54:21  cri
ডিসেম্বর ২৩ : বাংলাদেশে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নির্বাচনী এলাকায় ২৪ ঘন্টা যান চলাচল বন্ধ থাকবে। ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে নয় ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে,৩০ ডিসেম্বর দেশের পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩৪ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে ২৯ ডিসেম্বর রাত ১‌২টা থেকে ৩০ ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত ৯ ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ সময় বেবিট্যাক্সি, অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিক-আপ, কার, বাস, ট্রাক ও টেম্পো চলাচলও বন্ধ থাকবে। তবে রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী বা তার এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বৈধ পরিদর্শক ওইসব যান ব্যবহার করতে পারবেন। (মান্না)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040