Web bengali.cri.cn   
অন্য ধর্মকে শ্রদ্ধা দেখানোই মূল শিক্ষা:বাংলাদেশের প্রধানমন্ত্রী
  2015-12-23 10:53:47  cri
ডিসেম্বর ২৩ : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্য ধর্মকে শ্রদ্ধা জানাতে না পারলে নিজের ধর্মকে কিভাবে শ্রদ্ধা জানাবো আমরা। প্রত্যেকে একে অপরের ধর্মের প্রতি সম্মান দেখাবে। এটাই হচ্ছে মূল শিক্ষা।

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে বড় দিন উপলক্ষ্যে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন,সকল ধর্মের অমর বাণী হচ্ছে শান্তি। সেই শান্তি আমরা চাই। বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করুক। উন্নত ও সমৃদ্ধিশালী হোক সেটাই আমাদের লক্ষ্য।

পরে বড় দিন উপলক্ষ্যে কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ধর্মমন্ত্রী মতিউর রহমান, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, অ্যাসোসিয়েশনের ধর্মীয় গুরু পেট্রিক ডি রোজারিও,মহাসচিব নির্মল রোজারিও প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন,স্বাধীনতা যুদ্ধে সব ধর্ম-বর্ণের মানুষের অবদান রয়েছে। তাই এদেশের মাটি সব মানুষের জন্য। ধর্ম যার যার,উত্সব সকলের।

প্রধানমন্ত্রী বলেন,যিশুখ্রিষ্ট সব সুখ,ত্যাগ ও ভোগ ত্যাগ করেছেন মানবকল্যাণে। ক্ষুধার্ত,রোগ ক্লিষ্ট মানুষের সেবা তিনি করেছিলেন। মানবতাকেই সবচেয়ে বড় করে তিনি দেখেছিলেন।

শেখ হাসিনা বলেন,আমাদের দেশে খ্রিস্টান সম্প্রদায়ের যারা রয়েছেন। প্রতি বছর আপনারা বড়দিনের উত্সব পালন করেন এবং এই উত্সব উদযাপন করেন। এই উত্সবে আমরা সকলেই শরিক হতে চাই এবং শরিক হই। প্রধানমন্ত্রী বলেন,আমাদের ইসলাম ধর্ম শান্তি ও সম্প্রীতির কথা বলেছে। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা আমাদের মহানবী (স.) বলে গেছেন। আমরা চাই, আমাদের দেশ এগিয়ে যাক। এ দেশের প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করুক। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040