Web bengali.cri.cn   
রেল নির্মাণে পাকিস্তানকে ঋণ দেবে চীন
  2015-12-23 10:19:04  cri

ডিসেম্বর ২৩: চীনা আমদানি ও রপ্তানি ব্যাংক এবং পাকিস্তান সরকার সোমবার লাহোরে রেলপথ নির্মান সম্পর্কৃত একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। পাকিস্তানের প্রধান গণমাধ্যমগুলো গতকাল (মঙ্গলবার) এ খবর জানিয়েছে।

এ চুক্তি অনুযায়ী, চীনা আমদানি ও রপ্তানি ব্যাংক এ প্রকল্পে পাকিস্তানকে ১৬ হাজার ২০০ কোটি রুপি (প্রায় ১৬০ কোটি ডলার) পক্ষপাতমূলক ঋণ দেবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর শাহাবাজ শরিফ উপস্থিত ছিলেন।

তিনি বলেছেন, এ চুক্তির মাধ্যমে প্রমাণিত হলো, দু'দেশের বন্ধুত্ব নতুন পর্যায়ে উন্নত হয়েছে।

জানা গেছে, এ প্রকল্পের কাজ চলবে ২৭ মাসে। তবে ২৪ মাসের মধ্যে কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। (শিশির/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040