Web bengali.cri.cn   
পাঁচ বছর পর স্বাভাবিক হচ্ছে ইসরাইল-তুরস্ক সম্পর্ক
  2015-12-22 19:34:03  cri
ডিসেম্বর ২২: ইসরাইল ও তুরস্কের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সম্প্রতি সুইজারল্যান্ডের জুরিখে গোপনে সাক্ষাত্ করেছেন। তারা প্রায় পাঁচ বছর ধরে চলমান টানাপড়েনের সম্পর্ককে স্বাভাবিক করে তোলার চেষ্টা করছেন। ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

এ সময় দু'পক্ষ ২ কোটি মার্কিন ডলারের ক্ষতিপূরণ তহবিল গঠন করে গাজা অঞ্চলে তুরস্কের 'ব্লু মারমারা' জাহাজে ইসরাইলি হামলায় হতাহত তুর্কি নাগরিক ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ কয়েকটি বিষয়ে একমত হয়েছেন। কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হলে দু'দেশ রাষ্ট্রদূত ও কূটনীতিবিদ পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে। তবে দু'দেশের শীর্ষনেতার অনুমোদনের পর এসব সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানানো হয়েছে।

(স্বর্ণা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040