Web bengali.cri.cn   
ইউক্রেনের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞার পদক্ষেপ নিয়েছে রাশিয়া
  2015-12-22 19:17:43  cri
ডিসেম্বর ২২: ইউক্রেনের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞার পদক্ষেপ নিয়েছে রাশিয়া। আগামী পহেলা জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। সোমবার এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের মুক্তবাণিজ্য চুক্তি কার্যকর হবার সময় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া।

এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ইউক্রেনের রপ্তানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আদায় করবে মস্কো।

মেদভেদেভ বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে রুশ মন্ত্রিসভা এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে, রাশিয়া ইউক্রেনের কিছু খাদ্যপণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যা ওই একই দিন থেকে কার্যকর হবে। ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যৌথভাবে রাশিয়ার কিছু ব্যাংক, নিরাপত্তা প্রতিষ্ঠান ও বিমান কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে পাল্টা এ পদক্ষেপ নেয় মস্কো।

মেদভেদেভ জানান, ইউক্রেনের কাছে বকেয়া ৩০০ কোটি মার্কিন ডলার অর্থ আদায়ের জন্য মামলা করবে রাশিয়া। এজন্য আইনজীবীও নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, ২০ ডিসেম্বর বকেয়া অর্থ পরিশোধের মেয়াদ শেষ হয়েছে। পরবর্তী ১০ দিনের মধ্যে ঋণ পরিশোধ না করলে দেশটির কাছ থেকে জরিমানা আদায় করা হবে বলেও জানান তিনি।

(তুহিনা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040