Web bengali.cri.cn   
সন্ত্রাসবিরোধী জোট গঠনের আহ্বান জানিয়েছে 'সিএসটিও'
  2015-12-22 19:16:53  cri
ডিসেম্বর ২২: ব্যাপক আকারে সন্ত্রাসবিরোধী জোট গঠনের আহ্বান জানিয়েছে কালেক্টিভ সিকিউরিটি চুক্তি সংস্থা বা 'সিএসটিও'। সোমবার রাশিয়াভিত্তিক সাত জাতির আঞ্চলিক নিরাপত্তা সংস্থা-সিএসটিও'র পালাক্রমিক প্রধান আরমেনিয়ার প্রেসিডেন্ট সারকুসিয়ান এ আহ্বান জানান।
এদিন মস্কোয় সিএসটিও'র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন, কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশোভিচ, আর্মেনিয়ার প্রেসিডেন্ট সেরজ আজাতি সারকুসিয়ান, তাজিক প্রেসিডেন্ট ইমোমালি রাহমোন ও কিরগিজস্তানের প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েভ এ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সিএসটিও'র শীর্ষ সম্মেলনে সারকুসিয়ান বলেন, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ব্যাপক আকারে সন্ত্রাসবিরোধী এ জোট গঠন করা উচিত। মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী গোষ্ঠী 'আইএস'-এর হুমকি বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ জোট গঠন করা জরুরী বলে মনে করেন সিএসটিও নেতারা।
তিনি বলেন, ন্যাটো জোটের সদস্য তুরস্ক রুশ বিমান ভূপাতিত করার ঘটনায় মস্কোর প্রতি সমর্থন জানায় সিএসটিও। সংস্থাটি মনে করে, তুরস্কের এ ভূমিকা মধ্যপ্রাচ্যে সন্ত্রাস দমন ও সিরিয়া সংকটে কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি।
(তুহিনা/তৌহিদ)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040