Web bengali.cri.cn   
দেশজুড়ে বিদ্রোহ দমনে সংবিধান সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার
  2015-12-22 19:00:49  cri

ডিসেম্বর ২২: দেশের নিরবচ্ছিন্ন প্রতিবাদ নিয়ন্ত্রণের জন্য সোমবার সংবিধান সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার। আর দেশটির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভারত।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নেপাল সরকার সংবিধানের সংশোধনী বিল পাস করলে সরকারি সংস্থায় সংখ্যালঘু জাতির অংশগ্রহণের সুযোগ বাড়বে। নতুন প্রশাসনিক অঞ্চলের পরিকল্পনার রিপোর্ট আগামী তিন মাসের মধ্যে প্রকাশিত হবে বলেও জানা গেছে।

২০০৮ সালে দেশটিতে রাজতন্ত্রের অবসানের পর নেপালে প্রথম সংবিধান গৃহীত হয়। ভারত-নেপাল সীমান্তবর্তী সংখ্যালঘু মদেশি জাতির লোকজন মনে করছে, ওই সংবিধানে তাদের কোণঠাসা করা হয়েছিল। এরপর থেকেই লাগাতার বিদ্রোহ শুরু করে তারা। এ সংবিধানের বিষয়ে ভারতও তার প্রতিবাদ জানিয়েছিল।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040