Web bengali.cri.cn   
লেবানন ও ইসরাইলি সীমান্তে গ্রেনেড হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বান কি-মুন
  2015-12-22 18:25:13  cri

ডিসেম্বর ২২: লেবানন ও ইসরাইলি সীমান্তে রকেট চালিত গ্রেনেড হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। সহিংসতার পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে তাগিদ দিয়েছেন তিনি। গতকাল (সোমবার) তার মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন মহাসচিব।

বিবৃতিতে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরাইলি সীমান্তের দিকে রকেটচালিত গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ হামলার পাল্টা জবাবও দিয়েছে ইসরাইল। বান কি-মুন মনে করেন, এ হামলা নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর সিদ্ধান্তের লঙ্ঘন। দুই পক্ষকে বৈরী আচরণ বন্ধের জন্য আহ্বান জানান বান কি-মুন।

লেবাননে নিযুক্ত জাতিসংঘ শান্তি মিশনের সদস্যরা এ গ্রেনেড হামলার খবর জানতে পেরেছে। এরপর তারা লেবানন-ইসরাইল সীমান্তে সেনা পাঠিয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, দু'পক্ষ হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040