Web bengali.cri.cn   
নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন ফিফার পদচ্যুত প্রেসিডেন্ট সেপ ব্লাটার
  2015-12-22 14:44:24  cri
ডিসেম্বর ২২: ফিফার স্বাধীন এথিক কমিটি তার বিরুদ্ধে ৮ বছরের যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, ফিফা'র পদচ্যুত প্রেসিডেন্ট সেপ ব্লাটার তার বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছেন। গতকাল (সোমবার) জুরিখে ফিফা'র সাবেক সদরদফতরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি নিজেকে ফিফা'র বৈধ প্রেসিডেন্ট হিসেবেও দাবি করেন।

ব্লাটার অভিযোগ করেন, এথিক কমিটি প্রাপ্ত তথ্য-প্রমাণ আমলে না-নিয়েই একতরফাভাবে তাকে সাসপেন্ড করেছে। তাকে সাসপেন্ড করার কোনো এখতিয়ার এথিক কমিটির নেই বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, একমাত্র ফিফা কংগ্রেসেই প্রেসিডেন্টকে সরানো যায়। এথিক কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফা আপিল কমিটিতে তিনি আপিল করবেন বলেও জানান ৪১ বছর ধরে ফিফার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী ব্লাটার।

উল্লেখ্য, ২০১১ সালের ফেব্রুয়ারিতে সেপ ব্লাটার উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে নিয়ম বহির্ভুতভাবে ২০ লাখ ডলার প্রদান করেন বলে এথিক কমিটি সিদ্ধান্তে উপনীত হয়। এর পরপরই ব্লাটার ও প্লাতিনিকে ৮ বছরের জন্য ফুটবলসংশ্লিষ্ট সকল কর্মকাণ্ডে নিষিদ্ধ করা হয়।(আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040