Web bengali.cri.cn   
ইসলামি জোটে একাধিক মুসলিম দেশের স্থান না-হওয়ার বিষয়টি আলোচনায় আসবে: পাক উপদেষ্টা
  2015-12-22 14:26:18  cri
ডিসেম্বর ২২: পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেছেন, সৌদি নেতৃত্বাধীন সদ্যঘোষিত সন্ত্রাসবিরোধী ইসলামি জোটে কেন সিরিয়া, ইরাক ও ইরানের স্থান হয়নি, তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন তুলবে তার দেশ। তিনি গতকাল (সোমবার) পাক সিনেটে সভাপতির এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। খবর ডনডটকমের।

তিনি বলেন, আগামী দু'এক সপ্তাহের মধ্যে জোটের সভা বসবে এবং সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। আসন্ন ওআইসি শীর্ষ সম্মেলনেও বিষয়টি আলোচিত হবে বলে তিনি জানান। তিনি বলেন, এ ব্যাপারে পাকিস্তান সরকারের কিছু সুনির্দিষ্ট ধারণা আছে, যা তুলে ধরা হবে।

সিনেটকে তিনি আরও জানান, সিরীয় ইস্যুতে পাকিস্তান সিরিয়ার সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সমর্থন প্রকাশ করে এসেছে এবং ইয়েমেন ইস্যুতে সৌদি আরবের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছে।(আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040