Web bengali.cri.cn   
কাবুলে রকেট হামলায় ব্যাপক হতাহতের আশঙ্কা
  2015-12-22 10:24:51  cri
ডিসেম্বর ২২: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি ভিআইপি এলাকায় গতকাল (সোমবার) অন্তত তিনটি রকেট হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আফগান কর্মকর্তা জানান, সোমবার রাতে কাবুলের কেন্দ্রীয় অঞ্চলে রকেট হামলা চালানো হয়। হামলার শিকার অঞ্চলটিতে প্রেসিডেন্টভবন, কয়েকটি সরকারী সংস্থা ও বেশ কয়েকটি বিদেশি দূতাবাস রয়েছে। হামলায় কতজন হতাহত হয়েছেন সে সম্পর্কে অবশ্য এ কর্মকর্তা কিছু জানাতে পারেননি।

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল (সোমবার) এক প্রস্তাবে বলেছে, তালিবান, আল-কায়েদাসহ চরমপন্থী সংস্থা এবং মাদক পাচারের সাথে জড়িত চক্রগুলোর অপতত্পরতায় পরিষদ উদ্বিগ্ন। পরিষদ সবধরনের সহিংসতা ও সন্ত্রাসের বিরুদ্ধে বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়। (ওয়াং তান হোং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040