Web bengali.cri.cn   
মার্কিন কংগ্রেসে আইএমএফ সংস্কার প্রস্তাব পাস হওয়ায় স্বাগত জানিয়েছে চীন
  2015-12-21 19:15:53  cri
ডিসেম্বর ২১: মার্কিন কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদ গত শুক্রবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর ২০১০ সালের কোটা ও পরিচালনা কমিটির সংস্কার সংক্রান্ত যে প্রস্তাবের অনুমোদন দিয়েছে, তাকে স্বাগত জানিয়েছে চীন। এর মাধ্যমে আইএমএফ-এর সংস্কারে দীর্ঘদিন আগের এ প্রস্তাবটি কার্যকর হতে আর কোনো বাধা থাকলো না।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোং লেই আজ (সোমবার) পেইচিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ স্বাগত জানান।

তিনি বলেন, এ সংস্কার প্রস্তাবে আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তনের বিষয়টি প্রতিফলিত হয়েছে। এটি কার্যকর হলে আইএমএফ-এ বিশ্বের নবোদিত বাজার এবং উন্নয়নশীল দেশগুলোর কথা বলার অধিকার বাড়বে বলে উল্লেখ করেন তিনি।

(লিলি/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040