Web bengali.cri.cn   
চীনের শেন জেনে পাহাড় ধসে নিখোঁজের সংখ্যা বেড়ে হয়েছে ৯১ জন
  2015-12-21 18:58:37  cri

 

ডিসেম্বর ২১: সোমবার ভোর ছয়টা পর্যন্ত চীনের শেন জেনে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজের সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়িয়েছে। এদের মধ্য ৫৯ জন পুরুষ এবং ২৩ জন নারী। সোমবার সকালে তৃতীয় দফার সাংবাদিক সম্মেলনে শেন জেন শহরের ডেপুটি মেয়র লিউ ছিং শেং এ তথ্য জানিয়েছেন।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, পাহাড় ধসে ৩৩টি ভবন মাটিচাপা পড়েছে বা ধ্বংস হয়েছে। প্রায় ৩.৮ লাখ বর্গমিটার এলাকা জুড়ে ধ্বংসস্তূপ ছড়িয়ে রয়েছে। এর মধ্যে ১৪টি কারখানা ভবন, ২টি অফিস ভবন, ১টি ক্যান্টিন, ৩টি আবাসিক ভবন ও অন্যান্য ১৩টি স্থাপনা রয়েছে।

এদিন ভোর রাত থেকে ঘটনাস্থলে ১৫১টি যন্ত্র খননকাজে ব্যবহার করা হয়। উদ্ধারকারীরা বলছেন, আবারো পাহাড় ধসের সম্ভাবনা নেই। পাশাপাশি সকালে ক্ষতিগ্রস্ত পেট্রোলিয়াম পাইপলাইনও মেরামতের কাজ শুরু করেছে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশন। (তুহিনা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040