Web bengali.cri.cn   
স্পেনের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছে ক্ষমতাসীন দল পিপি
  2015-12-21 16:19:48  cri

ডিসেম্বর ২১: স্পেনে সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল পপুলার পার্টি-পিপি সবচেয়ে বেশি আসন পেয়ে বিজয়ী হয়েছে। তবে দলটি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। স্পেনের উপ-প্রধানমন্ত্রী রোববার এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় পিপিকে জোট সরকার গঠন করতে হবে।

দেশটির উপ-প্রধানমন্ত্রী সান্তামারিয়া জানান, নির্বাচনে ক্ষমতাসীন পিপি পেয়েছে ১২৩টি আসন। সমাজতন্ত্রী দল পেয়েছে ৯০টি আসন। ব্যয় সংকোচনবিরোধী বামপন্থী দল পোয়েমস পেয়েছে ৬৯টি আসন। এ ছাড়া, উদারপন্থী একটি দল পেয়েছে ৪০টি আসন।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ক্ষমতাসীন পপুলার পার্টির ১৭৬টি আসন দরকার ছিল। কিন্তু তারা ১২৩টি আসন পেয়েছে। বিদায়ী পার্লামেন্টে দলটির আসন সংখ্যা ছিল ১৮৬টি।

নির্বাচনে ৭৩ শতাংশ ভোট পড়েছে। এবারই প্রথম নির্বাচনে দেশটির প্রধান চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। আগামী ১৩ জানুয়ারি নতুন সংসদে স্পেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040