Web bengali.cri.cn   
রানা প্লাজা ধস হত্যা মামলা: ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
  2015-12-21 15:28:47  cri
ডিসেম্বর ২১: রানা প্লাজা ভবন ধসের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় ৪১ জনের বিরুদ্ধে অভিযোপত্র গ্রহণ করেছে আদালত। পাশাপাশি ইঞ্জিনিয়ার রকিবুল ইসলামসহ ২৪ জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও মালামাল ক্রোকেরও আদেশ দেওয়া হয়েছে। আজ (সোমবার) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল-আমিন এই আদেশ দেন।

আদেশে, আগামী ২৭ জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা কার্যকরের প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

এর আগে, গত পয়লা জুন রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা দু'টি মামলায় হত্যা ও ইমারত নির্মাণ আইনে আলাদা দু'টি চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র এএসপি বিজয় কৃষ্ণ কর।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে নয়তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে ১১৩৬ জন মারা যান। আহত হন ১৫২৪ জন। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040