Web bengali.cri.cn   
আন্তঃএশিয়া রেলওয়ে প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশ চীন-থাইল্যান্ড রেলওয়ে প্রকল্প উদ্বোধন
  2015-12-20 18:41:25  cri
ডিসেম্বর ২০: চীন-থাইল্যান্ড রেলওয়ে সহযোগিতা প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার থাইল্যান্ডের আয়ুত্তায়ায় অনুষ্ঠিত হয়েছে। এটি 'আন্তঃএশিয়া রেলওয়ে প্রকল্পে'র অংশ হিসেবে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। থাই জাতীয় রেলওয়ে কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তা, থাই উপ-প্রধানমন্ত্রী ও যোগাযোগমন্ত্রী, চীনের জাতীয় কাউন্সিলর ওয়াং ইয়ুং এবং চীনের উন্নয়ন ও সংস্কার কমিটির উপ-প্রধান ওয়াং শিয়াও থাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ রেলপথ থাইল্যান্ডের উত্তর-পূর্ব অঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর নং খাই থেকে রাজধানী ব্যাংকক হয়ে পূর্বাঞ্চলের রাইয়োং পর্যন্ত বিস্তৃত ৮৬৪ কিলোমিটার দীর্ঘ প্রকল্প। এ প্রকল্পে বিনিয়োগ ও নির্মাণকাজ করছে চীন। প্রকল্পের নির্মাণকাজ চারটি অংশে বিভক্ত। কাজ শেষ হলে এটি থাইল্যান্ডের আন্তঃযোগাযোগ উন্নত করার পাশাপাশি এশীয় অঞ্চলের মধ্যে যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

(স্বর্ণা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040