Web bengali.cri.cn   
সামুদ্রিক ঝড়ে শতাধিক যাত্রী নিয়ে দুর্ঘটনায় পড়েছে ইন্দোনেশিয়ার জাহাজ
  2015-12-20 18:39:39  cri
ডিসেম্বর ২০: সামুদ্রিক ঝড়ে শতাধিক যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার উপকূলে একটি জাহাজ দুর্ঘটনার মুখে পড়েছে। শনিবার দেশটির পূর্বাঞ্চলের সুলাওয়েসি দ্বীপের কাছে এ ঘটনা ঘটে। তবে জাহাজডুবি বা হতাহতের নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জুলিয়াস আরিভাদা বারাতা জানান, স্থানীয় সময় শনিবার সকল ১১টায় দক্ষিণপূর্ব সুলাওয়েসি প্রদেশের কোলাকা থেকে রওনা হয়ে বোনি উপসাগর পাড়ি দিয়ে সিওয়া বন্দরে যাচ্ছিল জাহাজটি। এ সময় জাহাজটিতে ১১৮ জন যাত্রী ও ক্রু ছিলেন।

বিকেল ৩টার পর জাহাজটি থেকে দুর্যোগের সঙ্কেত পাওয়া যায়। বলা হয়, বড় ধরনের ঢেউয়ের আঘাতে জাহাজটি দুর্ঘটনায় পড়েছে। ঘটনাস্থলের নিকটবর্তী সুলাওয়েসি দ্বীপ কর্তৃপক্ষ জানায়, ঢেউয়ের প্রচণ্ড আঘাতে জাহাজটির ইঞ্জিন বিকল হয়ে গেছে।

কর্মকর্তারা জানান, সর্বশেষ যোগাযোগে জাহাজটির ক্যাপ্টেন জাহাজে পানি ঢুকতে শুরু করেছে বলে জানিয়েছিলেন।

বারাতা আরো বলেন, দুর্ঘটনার পর স্থানীয় উদ্ধারকারী দল ও নৌবাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।

এর আগে কোনো কোনো খবরে বলা হয়, জাহাজটি ইতোমধ্যে ডুবে গেছে। তবে স্থানীয় পুলিশ জানিয়েছে, জাহাজটি এখনও সমুদ্রে ভেসে রয়েছে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় ছোট-বড় ১৭ হাজারেরও বেশি দ্বীপ রয়েছে। এসব দ্বীপের মধ্যে যোগাযোগের জন্য প্রধানত জাহাজ ব্যবহার করা হয়।

(লিলি/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040