Web bengali.cri.cn   
আফগানিস্তান ডব্লিউটিওর সদস্য হলো
  2015-12-20 18:05:16  cri
ডিসেম্বর ২০ : দীর্ঘ অপেক্ষার পর বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্যপদ পেয়েছে আফগানিস্তান। কেনিয়ার রাজধানী নাইরোবিতে সংস্থাটির মন্ত্রী পর্যায়ের দশম সম্মেলনে দেশটির সদস্যপদ অনুমোদন করা হয়।

সম্মেলনে আফগানিস্তানের উপপ্রধান নির্বাহী মোহাম্মাদ খান রহমানি বলেন,বাণিজ্যভিত্তিক উন্নয়ন নতুন অর্থনৈতিক সুযোগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। এর ফলে দারিদ্র দূর হবে,সমৃদ্ধি আসবে।

সংস্থাটিতে আফগানিস্তানের আনুষ্ঠানিক সদস্যপদপ্রাপ্তিকে স্বাগত জানিয়েছেন ডব্লিউটিওর মহাপরিচালক রবার্তো আজাভেদো।

দশকেরও বেশি সময় ধরে যুদ্ধে আফগানিস্তানের অধিকাংশ প্রয়োজনীয় অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। দেশটিতে নিরাপত্তাহীনতা ও দুর্নীতি ছড়িয়ে পড়েছে। ফলে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে এবং লাখ লাখ আফগান শরণার্থীতে পরিণত হয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদের জন্য ২০০৪ সালে আবেদন করে আফগানিস্তান। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040