Web bengali.cri.cn   
বাংলাদেশে যাচ্ছেন ভারতীয় গোয়েন্দারা
  2015-12-20 17:59:14  cri
ডিসেম্বর ২০ : জঙ্গি সংগঠন জেএমবির ভারতে কর্মকাণ্ড পরিচালনার আশঙ্কাকে সামনে রেখে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ-র একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহে বাংলাদেশে যাবে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এর আগে বাংলাদেশকে সতর্ক করেছিল যে,এই জঙ্গি সংগঠন শেখ হাসিনার সরকার পতনের জন্য পরিকল্পনা করছে। বাংলাদেশে জেএমবির সন্দেহভাজনদের বিরাট অংশ আশ্রয় নিয়েছে ভারতে। এখন পর্যন্ত এনআইএ ১০০ জেএমবি সদস্যর নাম বাংলাদেশকে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের কিছু জেলাকে সতর্ক করেছে।

এনআইএর একজন কর্মকর্তা বলেন,জেএমবি মাদ্রাসা ব্যবহার করে তরুণদের প্রশিক্ষণ দেয়। তারা তাদের অস্ত্র তৈরি ও চালানোর প্রশিক্ষণের পাশাপাশি শারীরিক প্রশিক্ষণও দেয়।

ভারতের সতর্কতার কথা নিশ্চিত করে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন,ভারত সরকার আমাদের জেএমবির কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেছে। আমার সেগুলো দমন করতে ব্যবস্থা নিয়েছি। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040