Web bengali.cri.cn   
নাইরোবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার সম্মেলন ফলপ্রসূ; চীনের অবদান রয়েছে, বললেন উপ-বাণিজ্যমন্ত্রী
  2015-12-20 16:35:26  cri
ডিসেম্বর ২০: বিশ্ব বাণিজ্য সংস্থার দশম মন্ত্রী পর্যায়ের সম্মেলন শনিবার কেনিয়ার রাজধানী নাইরোবিতে শেষ হয়েছে। ৫ দিনব্যাপী আলোচনার পর বিভিন্ন পক্ষ বেশ কিছু বিষয়ে একমত হয়েছে। চীনের উপ-বাণিজ্যমন্ত্রী ওয়াং শৌ ওয়েন জানান, এ সম্মেলন ফলপ্রসূ হয়েছে এবং বিভিন্ন পক্ষের ঐকমত্যের পেছনে চীনের ইতিবাচক অবদান রয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠার ২০ বছরে এই প্রথম আফ্রিকায় মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হলো। কৃষিপণ্য রপ্তানি এবং অনুন্নত দেশের উন্নয়ন এবারের সম্মেলনের প্রধান দুটো আলোচ্য বিষয় ছিলো। বিভিন্ন পক্ষের মতভেদের কারণে এক দিন পিছিয়ে ১৯ ডিসেম্বর সম্মেলন শেষ হয়। সম্মেলন শেষে 'নাইরোবি মন্ত্রীদের ঘোষণা' গৃহীত হয়েছে। এতে ১৬২টি সদস্য দেশ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ তৈরির জন্য কৃষিপণ্যের রপ্তানি ভাতা তুলে নিতে এই প্রথম একমত হয়েছে এবং রপ্তানির অর্থ সংগ্রহ, তুলা এবং আন্তর্জাতিক খাদ্য সহায়তা নিয়ে একমত হয়েছে।

বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেডো জানিয়েছেন, কৃষি খাতে যে ঐকমত্য অর্জিত হয়েছে তা ২০ বছরে এ সংস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন।

চীনা প্রতিনিধি ওয়াং শৌ ওয়েন বলেছেন, কৃষিপণ্যের রপ্তানি ভাতা উন্নয়নশীল দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। চীনের 'সহনশীল বাণিজ্যিক উন্নয়নের' ধারণা সবার সমর্থন পেয়েছে। ঐকমত্যের পেছনে এ ধারণা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও জানান তিনি।

(স্বর্ণা/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040