Web bengali.cri.cn   
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
  2015-12-19 19:33:20  cri

ডিসেম্বর ১৯: শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের সঙ্গে বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সিরিয়া ইস্যুতে তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনের অবকাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

চলতি বছর জাতিসংঘ প্রতিষ্ঠা এবং বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধ জয়ের ৭০ তম বার্ষিকীর কথা উল্লেখ করে ওয়াং ই বলেন, যৌথ প্রচেষ্টায় বিশ্বে শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। এতে চীনের ইতিবাচক ভূমিকা রয়েছে। মহাসচিব বান কি-মুনের সার্বিক চেষ্টার প্রশংসা করেছে চীন। বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘের সঙ্গে সহযোগিতা জোরদারে চীনের আগ্রহের কথাও জানান ওয়াং ই।

অন্যদিকে বান কি মুন জানান, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও ইরাক ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে বহুপক্ষীয় প্রচেষ্টার ইতিবাচক অগ্রগতি হয়েছে। এতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সিরিয়া সমস্যা সমাধানে রাজনৈতিক প্রচেষ্টায় চীনের ভূমিকার জন্য ধন্যবাদ জানান বান কি-মুন। ভবিষ্যতেও চীন তার ভূমিকা পালন করে যাবে বলে আশা করেন তিনি।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040