Web bengali.cri.cn   
মার্কিন কংগ্রেসে আইএমএফ-এর কোটা ও পরিচালনা সংস্কারের প্রস্তাব পাস
  2015-12-19 19:09:38  cri
ডিসেম্বর ১৯: মার্কিন কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদ শুক্রবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর ২০১০ সালের কোটা ও পরিচালনা সংস্কার প্রস্তাবের অনুমোদন দিয়েছে। ফলে দীর্ঘদিন আগের এই সংস্কার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে।

আইএমএফ মহাপরিচালক ক্রিস্টিনে লগার্দ এদিন এক বিবৃতিতে মার্কিন কংগ্রেসের এ সিদ্ধান্তকে স্বাগত জানান। আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা রক্ষায় আইএমএফ-এর ভূমিকা জোরদারের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি।

বিশ্ব অর্থনীতিতে নবোদিত বাজার ও উন্নয়নশীল দেশের মূল্যায়ন নিশ্চিত করতে আইএমএফ-এর পরিচালক কমিটিতে ২০১০ সালে কোটা ও পরিচালনা সংক্রান্ত সংস্কার প্রস্তাব গৃহীত হয়। এ পরিকল্পনা অনুযায়ী আইএমএফ-এর কোটা দ্বিগুণ বেড়ে যাবে এবং ৬ শতাংশ কোটা নবোদিত বাজার এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য বরাদ্দ হবে।

শুক্রবার মার্কিন কংগ্রেসের সিনেটে ও প্রতিনিধি পরিষদে ফেডারেল সরকারের ২০১৬ অর্থবছরের বরাদ্দ আইন গৃহীত হয়েছে। আইএমএফ-এর ২০১০ সালের কোটা ও পরিচালনা সংস্কারের প্রস্তাবও এতে অন্তর্ভুক্ত হয়। (লিলি/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040