Web bengali.cri.cn   
চীনের নানশা দ্বীপপুঞ্জে মার্কিন বি-৫২ বোমারু বিমানের অনুপ্রবেশ: সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
  2015-12-19 18:23:26  cri
ডিসেম্বর ১৯: চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য বিষয়ক ব্যুরো চীনের নানশা দ্বীপপুঞ্জের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমানের অনুপ্রবেশ নিয়ে শনিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে।

এতে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর ভোরে দু'টি মার্কিন বি-৫২ বোমারু বিমান উদ্দেশ্যমূলকভাবে চীনের নানশা দ্বীপপুঞ্জের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এ সময় চীন মার্কিন বিমানকে দ্রুত সরে যাওয়ার জন্য হুঁশিয়ার করে দিয়েছিল।

সাংবাদিক সম্মেলনে বলা হয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র বেশ কয়েকবার দক্ষিণ চীন সাগরে জাহাজ ও বিমান পাঠিয়ে নিজ শক্তি প্রদর্শন এবং উত্তেজনা তৈরির চেষ্টা করেছে। যা দ্বীপবাসীর নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের এ আচরণকে 'গুরুতর সামরিক উস্কানি' বলে মনে করে চীন। যুক্তরাষ্ট্রকে এ ধরনের বিপজ্জনক আচরণ বন্ধের পরামর্শ দিয়েছে চীন।

যুক্তরাষ্ট্রের এ ধরনের উস্কানির বিরুদ্ধে চীন সব ধরনের ব্যবস্থা নেবে এবং দৃঢ়ভাবে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করবে বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন চীনা কর্মকর্তারা।

(লিলি/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040