Web bengali.cri.cn   
নিউ ইয়র্কে চীন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত; সহযোগিতার সিদ্ধান্ত
  2015-12-19 18:17:42  cri

ডিসেম্বর ১৯: (শুক্রবার) নিউ ইয়র্কে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র সঙ্গে বৈঠক করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-যুবাইর। সিরিয়া ইস্যুতে তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনের অবকাশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন-সৌদি সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দেয় পেইচিং। সৌদি আরবের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সার্বিক কৌশলগত সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক চীন। মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও এ অঞ্চলের অন্যান্য দেশের কথা উল্লেখ করে ওয়াং ই আশা করেন, সৌদি আরব আঞ্চলিক সমস্যা মোকাবিলায় ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করবে। সৌদি আরবের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সিরিয়াসহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে দু'দেশের সম্পর্ককে সৌদি আরবের জন্যও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন আল-যুবাইর। রাজনৈতিক, আর্থ-বাণিজ্যিক ও নিরাপত্তা ক্ষেত্রে দু'দেশের সম্পর্ক উন্নত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী চীনের সঙ্গে চলমান আন্তর্জাতিক ইস্যুতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040