Web bengali.cri.cn   
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ছাড়া সমঝোতা চায় বিরোধী পক্ষ, প্রতিনিধি দল গঠন
  2015-12-19 18:02:22  cri

ডিসেম্বর ১৯: প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ছাড়াই আন্তর্জাতিক পক্ষের সঙ্গে আলোচনা করতে চায় সিরিয়ার সরকার বিরোধী গ্রুপগুলো। আর এজন্য তারা শুক্রবার সৌদি আরবে একটি প্রতিনিধি দলও গঠন করেছে। সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ এ খবর দিয়েছে।

বিরোধী দলগুলো আলোচনার কাঠামো ও আন্তর্জাতিক সমাজের সঙ্গে রাজনৈতিক সমঝোতা প্রতিষ্ঠার কথা জানিয়েছে।

অবশ্যই এই পুরো প্রক্রিয়ায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কোনো ভূমিকা থাকতে পারবে না বলে দাবি জানিয়েছে তারা। তারা এর আইনগত বিষয়গুলো মোকাবিলার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে বলেও জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিরোধী দলের প্রধান সমন্বয়কারী রিয়াদ হিজাব বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২১১৮ নং সিদ্ধান্ত ও ২০১২ সালের প্রথম জেনিভা আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, শান্তিপূর্ণ সমাধানই হবে 'সিরিয়া বিপ্লবে'র প্রথম কথা।

ইতোমধ্যে এ বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত ও অংশগ্রহণকারী পক্ষগুলোর তথ্য জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টিফেন ডি মিস্টুরার কাছে পাঠানো হয়েছে এবং তার কাছ থেকে সাড়াও পাওয়া গেছে বলে জানান রিয়াদ হিজাব।

তারা জোর দিয়ে বলেছে, আসাদকে ছাড়াই এ আলোচনা প্রক্রিয়া চালাতে হবে এবং বিদ্রোহের লক্ষ্য থেকে তারা একচুলও নড়বে না।

(জিনিয়া ওয়াং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040