Web bengali.cri.cn   
আগামী যুগ হবে ইন্টারনেট ও যান্ত্রিক বুদ্ধির: ডাব্লিউআইসি'তে চীনা বিশেষজ্ঞ
  2015-12-18 19:14:22  cri

ডিসেম্বর ১৮: চীনের পাইথু কোম্পানির উপ-পরিচালক ওয়াং সোং বলেছেন, আগামী যুগ হবে ইন্টারনেট ও যান্ত্রিক বুদ্ধির। তিনি পূর্ব চীনের চে চিয়াং প্রদেশের উ চান শহরে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব ইন্টারনেট সম্মেলন (ডাব্লিউআইসি)-তে বিদেশি আইটি বিশেষজ্ঞদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।


তিনি আরও বলেন, আজ থেকে দশ বছর পর ৮০ শতাংশ গাড়ি হবে স্বয়ংক্রিয় ও চালকবিহীন এবং প্রতিটি গাড়ির সাথে প্রতিটি গাড়ির পারস্পরিক যোগাযোগ থাকবে। অন্যভাবে বললে, প্রতিটি গাড়ি হবে একেকটি চলমান কম্পিউটার। (আকাশ/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040