Web bengali.cri.cn   
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আইএসের অর্থের উত্স বন্ধে প্রস্তাব গৃহীত
  2015-12-18 16:49:55  cri
ডিসেম্বর ১৮: ইরাক ও সিরিয়ার চরমপন্থী সংস্থা আইএস-এর অর্থের উত্স বন্ধ করতে গতকাল (বৃহস্পতিবার) সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের অর্থমন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন মার্কিন অর্থমন্ত্রী জ্যাকব লিউ।

সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেন, আইএস-সহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠন শুধু অবৈধভাবে তেল লেনদেন ও আদম পাচারসহ বিভিন্ন অপতত্পরতার মাধ্যমে অর্থ সংগ্রহ করছে তা নয়, এরা ইন্টারনেটের মাধ্যমেও অর্থ সংগ্রহের এবং নিজেদের সন্ত্রাসী তত্পরতার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে।

সন্ত্রাসী সংগঠনগুলোর অপতত্পরতা ধরন দিন দিন জটিল ও বহুমুখী হয়ে উঠছে উল্লেখ করে মহাসচিব বলেন, এদের মোকাবিলায় আন্তর্জাতিক সমাজের উচিত আরও সক্রিয় হওয়া। (ওয়াং হাইমান/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040