Web bengali.cri.cn   
বিশ্ব ইন্টারনেট সম্মেলনে বিশেষজ্ঞ কমিটি গঠিত
  2015-12-18 09:38:56  cri
ডিসেম্বর ১৮: বিশ্ব ইন্টারনেট সম্মেলনের কমিশন সচিবালয়ে একটি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বুধবার। পরে এই কমিটির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে কমিটির সংবিধান গৃহীত হয়। চীনের আলিবাবা গ্রুপের বোর্ড চেয়ারম্যান মা ইউন এবং আন্তর্জাতিক ইন্টারনেট ও ডিজিডাল তালিকা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ফাডি চেহেড যৌথভাবে এ নতুন কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দেশী-বিদেশী বিশেষজ্ঞদের উপস্থিতিতে বিশ্ব ইন্টারনেট সম্মেলন আয়োজন এবং চীনকে ইন্টারনেট ক্ষেত্রে উন্নয়নের প্রস্তাব করার জন্যই মূলত উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রথমবারের মত গঠিত এ কমিটির সদস্য মোট ৩১জন। এতে সরকারি কর্মকর্তা, শিল্পপতি, শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এবং উচ্চ পর্যায়ের প্রকৌশলীবৃন্দ অন্তর্ভুক্ত আছেন। চীনের ইন্টারনেট অবকাশ গবেষণালয়ের প্রধান বিশেষজ্ঞ লি ইউসিয়াও কমিটির মহাসচিব নির্বচিত হন।

বিশ্ব ইন্টারনেট সম্মেলনে গঠিত কমিশন আশা করে, উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ উপদেষ্টা কমিটি প্রতিষ্ঠার মাধ্যমে বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক সংস্থা, ইন্টারনেট শিল্প-প্রতিষ্ঠান, প্রযুক্তি জগত্, বেসরকারি সংস্থা ও নাগরিকদের ইতিবাচক ভূমিকা পালনের মাধ্যমে আন্তর্জাতিক ইন্টারনেট ক্ষেত্রের সহযোগিতা ও যোগাযোগ উন্নত করা হবে। (ছাই/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040