Web bengali.cri.cn   
বাংলাদেশে পৌর নির্বাচন : ভোট কেন্দ্রের নিরাপত্তায় আনসার-ভিডিপি
  2015-12-18 09:17:07  cri
ডিসেম্বর ১৮ : বাংলাদেশে আসন্ন পৌরসভা নির্বাচনে মূলত আনসার-ভিডিপির হাতে থাকছে প্রতিটি ভোটকেন্দ্রের দায়িত্ব। সাধারণ কেন্দ্র প্রতি আইন-শৃঙ্খলা বাহিনীর যে ১৯ জন সদস্য থাকবে তার মধ্যে আনসার-ভিডিপির সদস্যই ১৪ জন। গত পৌর ও উপজেলা নির্বাচনে সেনা মোতায়েন করলেও এবার তার প্রয়োজন বোধ করছে না দেশটির নির্বাচন কমিশন (ইসি)।

জানা গেছে, ২৩৪ পৌরসভায় ভোটকেন্দ্র রয়েছে সাড়ে তিন হাজার। ভোটকেন্দ্রে ৭০ হাজার সদস্য মোতায়েনের পরিকল্পনা ইসির। তারমধ্যে ৫০ হাজারই থাকবে আনসার-ভিডিপির সদস্য। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটের আগে দুই দিন ও পরে একদিন-এই চারদিন অর্থাত্ ২৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে। ফোর্সের মধ্যে পুলিশ, র্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ব্যাটালিয়ন আনসার মোতায়েন থাকবে। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040