সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 'সুরের ধারায়' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সাথে আছি আমি আইরীন নিয়াজী মান্না এবং আমি শিয়েনেন আকাশ।
আকাশ : সুপ্রিয় বন্ধুরা, নানা ব্যস্ততার মাঝে কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? গত সপ্তাহের 'সুরের ধারায়' অনুষ্ঠানের গানগুলো কেমন লেগেছে আপনাদের? আশা করছি ভালো।
মান্না : বন্ধুরা, আজ আমরা ভারতীয় উপমহাদেশের দুজন ভীষণ জনপ্রিয় কণ্ঠশিল্পীর কিছু গান নিয়ে হাজির হয়েছি। এই দুই শিল্পী নিজেদের যুগ পেরিয়ে আজো সমানভাবে জনপ্রিয় দুই বাংলায়। আর তারা হলেন, লতা মঙ্গেশকর এবং আশা ভোসলে। ভারতিয় বাংলা গানকে যারা সমৃদ্ধ করছেন তাদের মধ্যে অন্যতম তারকা শিল্পী এই দুজন। আপনারা জানেন তারা দুজন আপন বোন।
আকাশ : শ্রোতাবন্ধুরা, এই দুই বোনের মধ্যে বড় লতা। এখন বড় বোন লতার কণ্ঠে একটি গান শুনবো আমরা।
আর এ গানটির শিরোনাম 'প্রেম একবারই এসেছিলো নিরবে' মান্না: সুপ্রিয় শ্রোতা, এবার আমরা আশা ভোসলের একটি গান শুনবো। আপনারা জানেন গানের কিংবদন্তী লতা মঙ্গেশকরের ছোট বোন আশা। এ দু'বোনই ভারতীয় সঙ্গীত অঙ্গণে ব্যাপক খ্যাতি ও সম্মান পেয়েছেন। আশার স্বামী রাহুল দেব বর্মন। তাকে নিশ্চয় নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। বাংলা এবং হিন্দী গানে সমান পদচারণা এ দু বোনের।
এখন আপনারা যে গানটি শুনবেন তার নাম 'লক্ষিটি দোহাই তোমার'। এ গানটির সুর এবং কথা তার স্বামী রাহুল দেব বর্মনের।
আকাশ : প্রিয় বন্ধুরা, লতাজীর আগের গানটি কেমন লেগেছে আপনাদের? এখন আমরা এই কণ্ঠশিল্পীর পরপর দুটি গান শুনবো।
প্রথমে শুনবো 'নিঝুমু সন্ধ্যায় পান্থ পাখিরা' শিরোনামের গানটি ।
তারপর শুনুবো 'আকাশ প্রদীপ জ্বলে' নামের গানটি। ।
মান্না : বন্ধুরা, এখন আমরা আশা ভোসলের কণ্ঠে গান শুনবো। আশা ভোসলে আমার অসম্ভব প্রিয় একজন শিল্পী। তার গান শুনতে শুনতে আমি রাত পার করে দেই। তার বড় বোন লতা মঙ্গেশকর। ভারতিয় উচ্চাঙ্গ সঙ্গীতের গুরু পন্ডিত দীননাথ মঙ্গেশকরের সন্তান তারা। তাদের আরো দুজন বোন রয়েছেন উষা মঙ্গেশকর ও বীনা মঙ্গেশকর। এছাড়া তাদের একমাত্র ভাই হৃদয়নাথ মঙ্গেশকর একজন সুর শ্রষ্ঠা ও শিল্পী।
প্রথমে আশা ভোসলের কণ্ঠে 'আকাশে আজ রঙের খেলা'শিরোনামে গানটি উপভোগ করুন বন্ধুরা।
তারপরই শুনবেন, 'এ মন আমার হারিয়ে যায়' নামের গানটি।
আকাশ : শ্রোতাবন্ধুরা, এবার আমরা প্রিয় শিল্পী লতার আরেকটি গান শুনবো। আর এ গানটি দিয়েই শেষ করবো আমাদের আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান।
বন্ধুরা, তাহলে চলুন শোনা যাক এই শিল্পীর 'গাছের পাতায় রোদের' গানটি।
মান্না : প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে তা আমাদের জানাতে পারেন। আমাদের ঠিকানা হলো....। আমাদের ফোন নম্বর : ০০৮৬১০৬৮৮৯২৪২০।
আকাশ : বন্ধুরা, এবার তাহলে বিদায়। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (আকাশ/মান্না)