20151217filmmusic.m4a
|
আজকের এ অনুষ্ঠানে আপনাদের চীনের বর্তমান সময়ের জনপ্রিয় কিছু গানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।
আপনারা প্রস্তুত আছেন তো? তাহলে চলুন উপভোগ করা যাক আজকের গানগুলো।
বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'করতল'।
শ্রোতা বন্ধুরা, 'করতল' শিরোনামের গানটি চীনের বর্তমান সময়ের খুবই জনপ্রিয় 'লান লিং রাজকুমার' শিরোনামে একটি টিভি সিরিয়ালের গান।
'রাজা লান লিং' শিরোনামে সিরিয়ালটিতে এক হাজার চারশ' বছর আগে চীনের বিভিন্ন রাজবংশের মধ্যে যুদ্ধ ও অস্থিরতার কথা বর্ণনা করা হয়েছে।
সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনেছেন, সেটি 'অ্যারে সং' শিরোনামে একটি গান।
এক হাজার চারশ' বছর আগে ইতিহাসে পেই ছি রাজবংশের রাজকুমার লান লিং খুব শক্তিশালী ছিলেন। তার নেতৃত্বে পেই ছি রাজ্যে শক্তিশালী শত্রুর বিরুদ্ধে একটি সুসংবদ্ধ দেয়াল নির্মাণ করেন। এক সময় লান লিং রাজকুমার পেই চৌ রাজবংশের সঙ্গে যুদ্ধ করেন। যুদ্ধের কারণে লান লিং রাজকুমার দু'রাজবংশের সীমান্তে অবস্থিত পাই পাহাড়ের হৌ রেন গ্রামে প্রবেশ করলেন। সেখানে বসবাস করা ইয়াং সুয়ে উ নামে একটি মেয়ে এ দু'বাহিনীর যুদ্ধের সাথে জুড়িয়ে পরে।
সুপ্রিয় শ্রোতা, এরপর আপনাদের জন্য নিয়ে আসছি এ সিরিয়ালের আরেকটি গান। এ গানের নাম 'হঠাত্ প্রেম'।
সুপ্রিয় শ্রোতা, ইয়াং সুয়ে উ'র সঙ্গে লান লিং রাজকুমার ও পেই চৌ সম্রাট ইয়ু ওয়েন ইয়ো'র পরিচয় হয়। নাতি লান লিংকে উপেক্ষা করে সুয়ে উ শেষ পর্যন্ত সম্রাটের প্রেমে পড়ে যান।
এ দিকে পেই চৌ সম্রাট ইয়ু ওয়েন ইয়োং সব সম্রাটকে পরাজিত করে ঐক্যবদ্ধতা গড়ে তুলতে ইয়াং সুয়ে উসহ পাই পাহাড়ে বসবাসকারীদের সমর্থন পেতে চান। তাই ইয়ু ওয়েন ইয়ো বারবার সুয়ে উ ও লান লিংয়ের মধ্যেকার প্রেম ভেঙে দিতে চেষ্টা চালান।
শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'ভাগ্য' শিরোনামে একটি গান।
বেশ কিছু দিন কষ্টে কাটিয়ে ইয়াং সুয়ে উ লান লিং রাজকুমারকে বিয়ে করেন। দু'জনই রাজ্যের সমৃদ্ধির জন্য অনেক প্রচেষ্টা চালান। যার কারণে লান লিং'র নেতৃত্বাধীন সময় পেই ছি' সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়।
শ্রোতা, এখন আপনারা যে গাটি শুনছেন, তার শিরোনাম 'পাগলের উপস্থিতি'।
পেই ছি'র সম্রাট কাও শেং লান লিং'র কার্যক্রমের বেশ প্রশংসা করেন। কিন্তু এর ফলে রাজ্যের বড় রাজকুমার কাও ওয়েইয়ের হিংসা হয়।
প্রিয় শ্রোতা, এখন শুনবেন এ সিরিয়ালের আরেকটি গান। গানের নাম 'লান লিং রাজকুমার'।
কাও ওয়ে গভীর রাতে তার বাবার সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে যান এবং বাবাকে রাজ্য লান লিং রাজকুমারকে না দেওয়ার জন্য অনুরোধ করেন।
সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন তার নাম 'কালো চুলের নৃত্য'।
বন্ধুরা, এরপর কি ঘটবে......? খুব মজার একটি কাহিনী, তাই না। শেষ পরিণতি জানতে প্রিয় শ্রোতা আপনারা সিরিয়ালটি দেখে নিতে পারেন।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, এবার আপনাদের আজকের অনুষ্ঠানের শেষ গানটি শোনাবো। এখন আপনারা যে গানটি শুনছেন, তার নাম 'অতীতকালের প্রতিধ্বনি'।
প্রিয় বন্ধুরা, আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান এ পর্যন্তই। গানগুলো কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেল পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল ঠিকানা হলো .....................।
আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়ান। (রুবি/মান্না)