Web bengali.cri.cn   
২০১৬ সালে অ্যাপলের অপারেটিং সিস্টেমে বেশি সাইবার আক্রমণ হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের
  2015-12-17 19:37:05  cri


সিকিউরিটি প্রতিষ্ঠান সিমানটেক (Symantec) বলেছে, অ্যাপল ডিভাইসে সাইবার আক্রমণের হার বেড়েছে এবং ২০১৬ সালে প্রতিষ্ঠানটির অপারেটিং সিস্টেমে বেশি সাইবার আক্রমণ হওয়ার আশঙ্কা রয়েছে। খবর টেক ওয়েবসাইট অ্যাপলইনসাইডেরের।

প্রতিষ্ঠানটি বলছে, চলতি বছর অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমের ম্যালওয়্যারের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এমনকি ম্যাক কম্পিউটারেও এ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

ফায়ারআইয়ের বিশেষজ্ঞরাও বলেছেন, ২০১৬ সালে অ্যাপেলের ম্যালওয়্যারের সংখ্যা অনেক বেশি হবে।

সিম্যানটেকের গবেষক ডিক ও'ব্রায়ান বলেন, সাইবার অপরাধীদের টার্গেটে অ্যাপল থাকার মূল কারণ হলো, প্রতিষ্ঠানটির পণ্যের জনপ্রিয়তা।

২০১৪ সালে প্রতি মাসে গড়ে ১০ থেকে ৭০ হাজার ম্যাক কম্পিউটার ম্যালওয়্যার আক্রমণের শিকার হয়েছে। সিম্যানটেকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম ওএসএক্স চালিত কম্পিউটারে ম্যালওয়ার সংক্রমণের ঘটনা ছিল ২০১৪ সালের তুলনায় সাতগুণ বেশি।

এ প্রসঙ্গে ও'ব্রায়ান বলেছেন, উইন্ডোজ ডেস্কটপের তুলনায় এই সংখ্যা খুবই নগণ্য এবং আমরা এই বিষয়ে গুজব তৈরি করতে চাই না। অ্যাপল এখনও যথেষ্ট নিরাপদ প্লাটফর্ম, কিন্তু অ্যাপল গ্রাহকদের এখন আর এই নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট থাকাটা ঠিক হবে না।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040