Web bengali.cri.cn   
বিশ্বের সংঘাতকবলিত অঞ্চলগুলোতে নারী ও শিশু অধিকার রক্ষার ওপর চীনের গুরুত্বারোপ
  2015-12-17 17:35:04  cri
ডিসেম্বর ১৭: জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি ওয়াং মিন বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিত সমন্বয় ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে বিশ্বের সংঘাতকবলিত অঞ্চলগুলোর নারী ও শিশুদের অধিকার রক্ষা করা। তিনি গতকাল (বুধবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত 'সংঘাতকবলিত অঞ্চলগুলোতে আদম পাচার সমস্যা'-র ওপর এক উন্মুক্ত আলোচনায় এ কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আইএস ও বোকো হারাম-এর মতো চরমপন্থী সংস্থাগুলো মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন স্থানে আদম পাচারসহ বিভিন্ন অপরাধ তত্পরতা চালিয়েছে। এতে এতদঞ্চলের নারী ও শিশুদের অধিকার নষ্ট হয়েছে এবং তাদের অস্তিত্ব হয়েছে বিপন্ন।

তিনি আরও বলেন, এ প্রবণতা রোধে আন্তর্জাতিক সমাজের উচিত আরও তত্পর হওয়া এবং নারী ও শিশুদের জন্য সুষ্ঠু ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টির জন্য কার্যকর প্রচেষ্টা চালানো। (ওয়াং হাইমান/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040