Web bengali.cri.cn   
তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানালো চীন
  2015-12-17 17:04:18  cri
ডিসেম্বর ১৭: তাইওয়ানের কাছে ১৮৩ কোটি ডলারের অস্ত্র বিক্রির মার্কিন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। গতকাল (বুধবার) মার্কিন সরকার অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়ার পরপরই পেইচিংয়ে যুক্তরাষ্ট্রের শাজে ডে'ফেয়ারস্‌ কায়ে লি'কে তলব করে এ ব্যাপারে তার সরকারের অসন্তোষের কথা জানান চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী চাং জে কুয়াং।

মন্ত্রী বলেন, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির মার্কিন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় চীন। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে চীন সরকার এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সাথে যেসব কোম্পানি জড়িত হবে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ার করে দেন। (ওয়াং তান হোং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040