Web bengali.cri.cn   
ইরাকের সার্বভৌমত্বকে মর্যাদা করে যুক্তরাষ্ট্র : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  2015-12-17 16:29:49  cri

ডিসেম্বর ১৭ :ইরাকের একীকরণ, ভূ-ভাগীয় অখন্ডতা ও সার্বভৌমত্বকে মর্যাদা করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী এশটন কার্টার বুধবার ইরাকের রাজধানী বাগদাদে এ কথা জানিয়েছেন।

ইরাকের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃত থেকে জানা গেছে, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এ দিন প্রধানমন্ত্রী ভবনে সফররত এশটন কার্টারের সঙ্গে সাক্ষাত করেন।

এ সময় দু'পক্ষ চরমপন্থী সংস্থা 'আইএস'-এর হামলার প্রক্রিয়া, দু'পক্ষের অস্ত্র ও সামরিক প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা নিয়ে মত বিনিময় করেন।

চরমপন্থী সংস্থা 'আইএস'-এর ওপর ইরাকের সৈন্যবাহিনীর সম্প্রতিক হামলা সুফল হওয়ায় অভিনন্দন জানান কার্টার।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরাকের একীকরণ, ভূ-ভাগীয় অখন্ডতা ও সার্বভৌমত্বকে মর্যাদা করে। (প্রকাশ/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040