Web bengali.cri.cn   
দিল্লিকে দূষণমুক্ত করতে ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশনা
  2015-12-17 16:19:18  cri
ডিসেম্বর ১৭: ভারতের রাজধানী দিল্লিকে দূষণমুক্ত করতে কয়েক দফা নির্দেশনা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি টি এস ঠাকুরের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গতকাল (বুধবার) এ সংক্রান্ত এক আদেশ দেন।

নির্দেশনা অনুসারে: ২০০০ সিসি'র অধিক কোনো ডিজেলচালিত গাড়িকে ২০১৬ সালের পয়লা মার্চ পর্যন্ত দিল্লিতে নিবন্ধন দেওয়া হবে না; পণ্যবাহী কোনো গাড়িকে দিল্লি হয়ে অন্য কোনো রাজ্যে যেতে দেওয়া হবে না; ২০০৬ সালের আগে নিবন্ধিত কোনো পণ্যবাহী গাড়িকে দিল্লিতে ঢুকতে দেওয়া যাবে না; ২০১৬ সালের পয়লা মার্চের মধ্যে সকল ট্যাক্সিকে সিএনজিচালিত করতে হবে; সরকার নিয়মিত দিল্লির সড়কগুলো ধুলামুক্ত করার ব্যবস্থা নেবে; দিল্লিতে যে-কোনো নির্মাণকাজ পরিবেশসংক্রান্ত আইন মেনে করতে হবে; কঠিন বর্জ্য না-পুড়িয়ে যথাযথভাবে নষ্ট করতে হবে; ইত্যাদি। (ওয়াং হাইমান/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040