Web bengali.cri.cn   
যুক্তরাষ্ট্রে নতুন 'হুমকি মোকাবিলা ব্যবস্থা' ঘোষণা
  2015-12-17 15:47:06  cri
ডিসেম্বর ১৭: দেশের মাটিতে সৃষ্ট সন্ত্রাসী তত্পরতা বৃদ্ধির প্রেক্ষাপটে, মার্কিন সরকার গতকাল (বুধবার) নতুন 'হুমকি মোকাবিলা ব্যবস্থা' প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস)-এর প্রধান জে জনসন এদিন ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে জানান, জাতীয় সন্ত্রাসবাদ সতর্কতা ব্যবস্থা (এনটিএএস)-এ এখন থেকে 'এনটিএএস বুলেটিন' যুক্ত হবে। এ বুলেটিন নিয়মিত বিরতিতে প্রকাশিত হবে এবং সন্ত্রাসের আশঙ্কাসংক্রান্ত তথ্যাদি প্রচার করবে।

তিনি আরও জানান, বুধবারই 'এনটিএএস বুলেটিন'-এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় এবং এতে 'বৈশ্বিক হুমকির নতুন পর্যায়ের' কথা উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ার বার্নার্ডিনোতে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর প্রেসিডেন্ট বারাক ওবামার ওভাল অফিস ভাষণের ১০ দিন পর সন্ত্রাসবাদ-বিরোধী এ নতুন ব্যবস্থা গৃহীত হলো। (ওয়াং হাইমান/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040