Web bengali.cri.cn   
বাংলাদেশে চলতি বছর রেমিটেন্সের পরিমাণ ১৫ বিলিয়ন ডলার দাঁড়াবে
  2015-12-17 14:41:06  cri
ডিসেম্বর ১৭ : বাংলাদেশে চলতি বছর প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ ১৫ বিলিয়ন মার্কিন ডলার দাঁড়াবে বলে জানিয়েছেন দেশটির প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

আজ বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী নুরুল ইসলাম বলেন, রেমিটেন্স থেকে প্রাপ্ত আয় দেশের জিডিপিতে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবছর ১ লাখ ১৫ হাজার দক্ষ জনশক্তি তৈরি করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিত প্রশিক্ষণ কেন্দ্রগুলো স্থাপিত হলে প্রতিবছর ৪ থেকে ৫ লাখ দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব হবে। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040