Web bengali.cri.cn   
নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ইরানের পরমাণু ইস্যুর সুষ্ঠু সমাধান করা উচিত: চীনা প্রতিনিধি
  2015-12-16 18:31:23  cri
ডিসেম্বর ১৬: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পরামর্শ অনুযায়ী ইরানের পরমাণু ইস্যুর সুষ্ঠু সমাধান করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি ওয়াং মিন। গতকাল (মঙ্গলবার) ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত কমিটির এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেছেন।

ব্রিফিংয়ে ওয়াং মিন বলেন, পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে ছয় জাতির সার্বিক চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানায় চীন। এ ইস্যুতে ইরানের সার্বিক ও দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানে চুক্তিটি উল্লেখযোগ্য মাইলফলক বলেও উল্লেখ করেন তিনি।

ওয়াং মিন আরও বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষগুলো এ প্রস্তাব কার্যকরে সুষ্ঠু পদক্ষেপ নেবে বলে আশা করেন তিনি।

(ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040