Web bengali.cri.cn   
রাশিয়ার সঙ্গে সিরিয়া সমস্যা ও আইএস দমনে সহযোগিতা জোরদার করবে যুক্তরাষ্ট্র
  2015-12-16 15:45:00  cri
ডিসেম্বর ১৬: রাশিয়ার সঙ্গে সিরিয়া সমস্যা ও আইএস দমনে সহযোগিতা জোরদার করবে যুক্তরাষ্ট্র। রাশিয়া সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল (মঙ্গলবার) মস্কোয় পৃথক পৃথকভাবে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরোভের সঙ্গে বৈঠক করেন। তারা সিরিয়ার সমস্যা ও আইএসকে দমনের ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন।

বৈঠকের পর কেরি এক সংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মৈত্রী দেশগুলো সিরিয়া সম্পর্কে নীতি পরিবর্তন করবে না। তবে যুক্তরাষ্ট্র মনে করে, বাশার আল আসাদের অব্যাহতভাবে সিরিয়ায় ক্ষমতা প্রয়োগ করার সামর্থ্য নেই। যুক্তরাষ্ট্র ও রাশিয়া মনে করে, সিরিয়া সমস্যা নিরসনে রাজনৈতিক প্রক্রিয়ার উন্নয়ন করা উচিত।

কেরি বলেন, যুক্তরাষ্ট্র আইএস দমনে রাশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্বেগ, রাশিয়া সিরিয়ায় মধ্যপন্থী বিরোধী দলগুলোর ওপর বিমান হামলা চালাতে পারে।

কেরি আরো বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়াকে নিঃসঙ্গ করে রাখার কোনো নীতি প্রণয়ন করে নি। ইউক্রেনের সমস্যা বিষয়ক মিনক্স চুক্তি যত তাড়াতাড়ি কার্যকর হয়, রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শাস্তি তত তাড়াতাড়ি বাতিল করা হবে। যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সমস্যা নিয়ে যোগাযোগ করার সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে লাভরোভ বলেন, রাশিয়া আগামী শুক্রবার নিউইয়র্কে অনুষ্ঠেয় সিরিয়া সমস্যা বিষয়ক নতুন পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের সমর্থন করে। প্রয়োজনে সিরিয়ার বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে প্রতিনিধি দল প্রতিষ্ঠায় জাতিসংঘকে সহায়তা করবে রাশিয়া।

ইউক্রেন সমস্যা সম্পর্কে তিনি বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র নতুন মিনস্ক চুক্তি সমর্থন করে। রাশিয়া এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। (ছাই/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040