Web bengali.cri.cn   
শাংহাই সহযোগিতা সংস্থার প্রধানমন্ত্রী পর্যায়ের সম্মেলনে সভাপতিত্ব করেছেন লি খ্য ছিয়াং
  2015-12-15 20:01:47  cri
ডিসেম্বর ১৫: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং আজ (মঙ্গলবার) চীনের জেং চৌ শহরে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর প্রধানমন্ত্রী পর্যায়ের ১৪তম অধিবেশন সভাপতিত্ব করেছেন। অধিবেশনে লি খ্য ছিয়াং অংশগ্রহণকারী দেশের নেতাদের সঙ্গে নতুন পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করা এবং পুনরুদ্ধার ও দ্রুত উন্নয়নের নতুন চিন্তাধারা নিয়ে আলোচনা করেছেন।

রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিখস্তান ও উজবেকিস্তানসহ ৫টি দেশ এবং পাকিস্তান, আফগানিস্তান, মঙ্গোলিয়া, ভারত, ইরান ও বেলারুশসহ পর্যবেক্ষণ দেশের প্রধানমন্ত্রী ও প্রতিনিধিরা এতে যোগ দিয়েছেন।

অধিবেশনে লি খ্য ছিয়াং বলেন, প্রতিষ্ঠার ১৪ বছরে শাংহাই সহযোগিতা সংস্থা অনেক দূর এগিয়েছে। সংস্থাটি বরাবরই সমতাসম্পন্ন ও পারস্পরিক আস্থা ও উপকারিতার ভিত্তিতে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং সদস্য দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

লি খ্য ছিয়াং আরও বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতির মন্দাভাবে বেশ কয়েকটি দেশের অর্থনৈতিক বৃদ্ধি কমে যাচ্ছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। আন্তর্জাতিক সমাজের উচিত বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করা। শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলো এশিয়া ও ইউরোপ মহাদেশের কাছাকাছি অবস্থিত। এ অঞ্চলের টেকসই উন্নয়ন ও স্থিতিশীলতা অঞ্চলটির বিভিন্ন দেশের জনগণের স্বার্থের সঙ্গে জড়িত। পাশাপাশি বিশ্বশান্তি ও সমৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ। সব পক্ষকে এ সংস্থার সহযোগিতা আরও উন্নত করার আহ্বান জানান লি।

(ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040