Web bengali.cri.cn   
বিগত ৫০ বছরের ক্যান্টনিজ ভাষার ৫০টি শ্রেষ্ঠ গান (২)
  2015-12-16 16:46:31  cri


বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন, চীনের কুয়াং তুং প্রদেশ ও হংকংয়ের কণ্ঠশিল্পীরা সাধারণত ক্যান্টনিজ ভাষায় সংগীত পরিবেশন করেন। ক্যান্টনিজ ভাষায় সংগীত চীনের পপ সংগীতের একটি গুরুত্বপূর্ণ অংশ। গত শতাব্দীর ৭০ দশক থেকে ক্যান্টনিজ ভাষার সংগীত চীনে বেশ জনপ্রিয়তা লাভ করে। আমি ক্যান্টনিজ ভাষা বলতে না পারলেও ক্যান্টনিজ ভাষার সংগীত শুনতে বেশ পছন্দ করি। ঠিক যেমন বাংলাদেশের অনেক বন্ধুরা হিন্দি ভাষা বলতে না পারলেও হিন্দি গান শুনতে পছন্দ করেন। আমিও তেমন ক্যান্টনিজ ভাষার গানের কথা পুরোপুরি না বুঝলেও অনুভব করতে পারি এর সৌন্দর্য।

 নিশ্চয় মনে আছে গত অনুষ্ঠানে আপনাদের ক্যান্টনিজ ভাষার কয়েকটি গান শুনিয়েছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা আবারো ক্যান্টনিজ ভাষায় কিছু গান শুনবো। আশা করছি আপনারা সবাই গানগুলো বেশ পছন্দ করবেন।

প্রথমেই আমরা যে গানটি উপভোগ করবো তার শিরোনাম 'বৃষ্টির দিনে বিচ্ছেদ'। হংকংয়ের গায়ক ছাং সুয়ে ইউরো'র ১৯৯২ সালে প্রকাশিত একটি অ্যালবামে এ গানটি অন্তর্ভূক্ত করা হয়। ছাং সুয়ে ইউরো হংকংয়ের পপ সংগীতের জগতে সবচেয়ে সফল গায়কদের অন্যতম। অনুরাগীরা ১৯৯২ সালে প্রকাশিত এ অ্যালবামটিকে তার সবচেয়ে ভাল শিল্পকর্ম বলে মনে করেন। শুনুন তাহলে গানটি।

 এ গানটি আপনাদের কাছে বেশ পরিচিত। কিছু দিন আগে আমি সুরের ধারায় পরিচয় করিয়ে দিয়েছিলাম হংকংয়ের রক ব্যান্ড 'beyond'-এর সাথে। মনে পড়ছে কি বন্ধুরা? এ গানটি তাদেরই। নাম 'ধূসর ট্র্যাক'। এ গানটি 'If Sky Have Love' নামের একটি সিনেমার প্রধান গান।

এখন আমরা শুনবো এই সিনেমার আরেকটি গান। এ গানের নাম 'প্রত্যাশা'। গেয়েছেন হংকংয়ের গায়িকা লিন ই লিয়ান। 'Twenty Something' নামের সিনেমার একটি গান এটি। লিন ই লিয়ানও হংকংয়ের কয়েকজন শ্রেষ্ঠ গায়িকার মধ্যে অন্যতম। আশা করছি আপনারা তার গান পছন্দ করবেন।

হুয়াং ইয়াও মিং 'তা মিং ই পাইয়' নামের একটি গানের দলের প্রধান গায়ক এবং তিনি উপহার দিয়েছেন বেশ চমত্কার কিছু ক্যান্টনিজ গান। 'পরবর্তী স্টেশন স্বর্গ' তার গানের অন্যতম। এ গানটি ২০০১ সালে হংকংয়ের দশটি শ্রেষ্ঠ গানের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে। আজকের অনুষ্ঠানে আমরা শুনবো গায়িকা রোং চু এ'র নিজের একক সংগীতানুষ্ঠানে গাওয়া এ গানটি।

এখন আমরা হুয়াং ইয়াও মিংয়ের আরেকটি গান শুনবো। গানের নাম 'happy together'। ১৯৯৫ সালে প্রকাশিত এ গান খুব জনপ্রিয় হয়েছিলো। যে সংস্করণ আমরা শুনবো তা তাইওয়ানের তরুণ গায়ক লিন ইউরো চিয়ার কণ্ঠে গাওয়া।

যে গানটি এখন আমরা শুনবো সেটি আমার এক বন্ধুর খুব পছন্দের একটি গান। মনে আছে যখন আমরা হাই স্কুলে পড়ি তখন সে সবসময় এ গানটি গাইতো। গানের নাম 'যেন পুরাতন সেই বন্ধু ফিরে আসে'। গেয়েছে হংকংয়ের অভিনয় শিল্পী ও গায়িকা মেই ইয়ান ফাং। এ গানটি শুনে হাই স্কুলের ভাবনাহীন দিনগুলোর কথা আমার মনে পড়ে যাচ্ছে আবার।

'যে দিনগুলোতে আমরা এক সাথে ছিলাম' হংকংয়ের অভিনেতা ও গায়ক লিউ তে হুয়া'র ১৯৯১ সালে প্রকাশিত অ্যালবামের একটি গান। এ অ্যালবামের প্রতিটি গানই লিউ তে হুয়া অভিনিত টিভি নাটক বা সিনেমার গান। লিউ তে হুয়াও হংকংয়ের সবচেয়ে সফল শিল্পীদের অন্যতম।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040