Web bengali.cri.cn   
শরণার্থী সমস্যা মোকাবিলার আহ্বান জানালেন জার্মান চ্যান্সেলর
  2015-12-15 19:21:07  cri
ডিসেম্বর ১৫: শরণার্থী ইস্যুটি ইউরোপের জন্য একটি ঐতিহাসিক পরীক্ষা। ইউরোপের দেশগুলোর উচিত রাষ্ট্রীয়ভাবে, জোটগতভাবে ও আন্তর্জাতিকভাবে এ সংকট সমাধান করা। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় টেকসই পদ্ধতি বের করা উচিত।

সোমবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের বার্ষিক প্রতিনিধি অধিবেশনে এসব কথা বলেছেন।

ভাষণে অ্যাঙ্গেলা মার্কেল বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইউরোপ এত বড় শরণার্থী সমস্যার মুখোমুখি। সিরীয় সংকট ও চরমপন্থি গোষ্ঠী আইএসের ঘটনায় ইউরোপ প্রভাবিত উল্লেখ করে তিনি বলেন, ইউরোপ কেবল ঐক্যবদ্ধভাবেই শরণার্থী সমস্যা মোকাবিলা করতে পারে।

খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন জার্মানিতে শরণার্থী সংখ্যা নিয়ন্ত্রণে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করেন মার্কেল।

(ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040