Web bengali.cri.cn   
মুসলিম দেশগুলোকে নিয়ে সন্ত্রাসবিরোধী জোট গঠন করেছে সৌদি আরব
  2015-12-15 19:15:18  cri
ডিসেম্বর ১৫: সন্ত্রাস দমনে ৩৪টি মুসলিম দেশ নিয়ে জোট গঠন করেছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি আরবের জাতীয় বার্তা সংস্থা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদ ভিত্তিক এ জোট মুসলিম দেশগুলোকে সন্ত্রাসী সংস্থা ও ব্যক্তি থেকে রক্ষা করবে। রিয়াদ থেকে সামরিক অভিযানে সমন্বয় ও সমর্থন দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে

মিশর, তুরস্ক, পাকিস্তান, কাতার, আরব আমিরাত ও মালয়েশিয়াসহ ৩৩টি দেশ এবং সৌদি আরব এ জোটের সদস্য। তবে মধ্যপ্রাচ্যের দেশ ইরান এতে যোগ দেয়নি।

সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মেদ বিন সালমান এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ইরাক, সিরিয়া, মিশর ও আফগানিস্তানে সন্ত্রাস দমন অভিযান সমন্বয়ের জন্য এ জোট প্রতিষ্ঠা করা হয়েছে।

(ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040