Web bengali.cri.cn   
ভারতীয় কোচি শহরে মাছ ধরতে 'চীনা জাল'
  2015-12-15 18:13:58  cri

ডিসেম্বর ১৫: ভারতের দক্ষিণে কেরালা রাজ্যের উপকূলীয় শহর কোচিতে বিশেষ এক ধরনের মাছ ধরার সরঞ্জাম ব্যবহৃত হয়, যা 'চীনা জাল' নামে পরিচিত।

ইতিহাস অনুযায়ী, ১৩৫০-১৪৫০ সালের কোনো একটি সময় চীনের মানুষ এ জাল নিয়ে সেখানে গিয়েছিল। এ জাল দিয়ে নিরাপদে মাছ ধরা যায়। চীনা জালের ব্যবহারে একদিকে এ কাজ সুষ্ঠুভাবে হচ্ছে অন্যদিকে ঝুঁকিও কমেছে।

ভার উত্তোলন পদ্ধতি বা লিভার নীতি অনুযায়ী, কয়েকটি ১০ মিটার উঁচু কাঠের প্রান্ত এ জালকে বহন করে। এ সরঞ্জাম দিয়ে মাছ ধরতে প্রতিবার ৫-৬ জন মানুষের প্রয়োজন হয়।

(শিশির/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040