Web bengali.cri.cn   
মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি কার্যকরের নির্দেশ দিলেন ইয়েমেনের প্রেসিডেন্ট
  2015-12-15 10:37:52  cri
ডিসেম্বর ১৫: আজ (মঙ্গলবার) স্থানীয় সময় দুপুর ১২টা থেকে হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর যুদ্ধবিরতি কার্যকরের নির্দেশ দিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট মানসুর হাদি। ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা 'সাবা' জনৈক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।

এদিকে, আজ (মঙ্গলবার) থেকে জেনিভায় শুরু হচ্ছে জাতিসংঘের উদ্যোগে ইয়েমনবিষয়ক শান্তি আলোচনা। জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ও সি আহমেদ গত সপ্তাহে ইয়েমেনের বিবদমান পক্ষগুলোর মধ্যে এ শান্তি আলোচনা শুরুর কথা উল্লেখ করেছিলেন। তখন তিনি জানান, একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তির জন্য ধারাবাহিক শান্তি আলোচনা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, হুথি বিদ্রোহীরা গত বছরের সেপ্টেম্বর থেকেই ইয়েমেনের রাজধানী সানা দখল করে আছে। সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীর বিমান আক্রমণের সাহায্যে প্রেসিডেন্ট হাদি এডেনে সরকারের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করতে পারলেও, দেশটির উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা এখনও হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। (নীলাম্বর/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040