Web bengali.cri.cn   
শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
  2015-12-14 19:32:31  cri

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মুক্তিযুদ্ধে বিজয়ের ঠিক আগ মুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা হত্যা করে জাতির মেধা ও মননের কাণ্ডারি বুদ্ধিজীবীদের।

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় সোমবার জাতি স্মরণ করে শহীদ বুদ্ধিজীবীদের। এ উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পিকার, মন্ত্রিসভার সদস্য, তিনবাহিনী প্রধান, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি। রায়েরবাজার বধ্যভূমিতেও ঢল নামে শ্রদ্ধা জানাতে আসা মানুষের। সবার এক দাবি ঘাতকের বিচার আর জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040