Web bengali.cri.cn   
চীন-থাইল্যান্ড সাংস্কৃতিক বিনিময়: ব্যাংকক পৌঁছালো চীনের গাড়িবহর
  2015-12-14 17:22:06  cri
ডিসেম্বর ১৪: সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে চীনের একটি গাড়িবহর গতকাল (রোববার) থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পৌঁছায়। এসময় স্থানীয় লোকজন তাদের সাদরে বরণ করে নেয়। বহরে দু'দেশের প্রতিনিধিই রয়েছেন।

গাড়িবহরটি চীনের সিনচিয়াংয়ের আলতাই শহর থেকে যাত্রা শুরু করে কান সু, শান সি, সি ছুয়ান, ইউয়ুন নান অতিক্রম করে থাইল্যান্ড পৌঁছায়। বহরটি উত্তর-পূর্ব থাইল্যান্ডের একাধিক এলাকায় যাবে এবং সেসব স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এর আগে থাইল্যান্ডের প্রতিনিধিরা চীনের বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেন এবং চীনা সংস্কৃতির সাথে পরিচিত হন।

উল্লেখ্য, চীন-থাইল্যান্ড কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী উপলক্ষ্যে সাংস্কৃতিক পর্যটন ক্ষেত্রে বিনিময়ের এ ধারণা গ্রহণ করা হয়।

(তুহিনা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040