Web bengali.cri.cn   
চীন জলে ও স্থলে নিজের সার্বভৌমত্ব ও বৈধ স্বার্থ রক্ষা করে চলবে: পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
  2015-12-14 16:18:26  cri
ডিসেম্বর ১৪: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তার দেশ জলে ও স্থলে নিজের সার্বভৌমত্ব ও বৈধ স্বার্থ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে। তিনি সম্প্রতি পেইচিংয়ে আন্তর্জাতিক পরিস্থিতি ও চীনের কূটনীতিবিষয়ক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

কয়েকটি দেশের আগ্রাসি মনোভাবের সমালোচনা করে ওয়াং ই বলেন, চীন ইতিহাসকে সম্মান করে চলবে এবং 'জাতিসংঘ সমুদ্র আইন'সহ বিভিন্ন আন্তর্জাতিক আইন ও চীনের সাথে আসিয়ানের মতৈক্যকে মূল্য দিয়ে যাবে।

ওয়াং ই আরও বলেন, দক্ষিণ চীন সাগর নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে আলাপ-আলোচনার মাধ্যমে মতবিরোধ দূর করতে বরাবরই চীন আগ্রহী। দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তার দেশ আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে সহযোগিতা করে যেতে প্রস্তুত বলেও জানান তিনি। (শুয়েই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040